ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অভিযোগ করেছেন যে বর্তমান বন্যা প্রাকৃতিক নয় বরং মানবসৃষ্ট। তিনি দাবি করেছেন, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে আসছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে পানি ছেড়ে বাংলাদেশকে বিপদে ফেলেছে।
রোববার (২৫ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের মহেষপুর গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে নাছির উদ্দিন বলেন, ‘‘ভারত বাংলাদেশের বিপক্ষে পানি ছেড়ে দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে বন্যা সৃষ্টি করেছে। ১৫ বছর ধরে ভারত আওয়ামী লীগ সরকারকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। শেখ হাসিনার সরকার ভারতীয় আশ্রয়ে ছিল এবং জনগণ তাকে বিতাড়িত করেছে। তাই প্রতিশোধ হিসেবে পানি ছেড়ে দেওয়া হয়েছে।’’
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কোমর পরিমাণ পানিতে হেঁটে বন্যাকবলিত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেন। নাছির উদ্দিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের ১৫টি টিম বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম অভিযোগ করেন, ‘‘উজান থেকে পানি ছাড়লে আগে থেকে জানানো উচিত ছিল। কিন্তু পূর্ব নোটিশ ছাড়াই ভারত পানি ছেড়েছে, যার ফলে আমাদের সতর্ক হওয়ার কোনো সুযোগ পাওয়া যায়নি। বাংলাদেশ প্রশাসনও এই বিষয় সম্পর্কে অবগত ছিল না।’’
ত্রাণ বিতরণকালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, মনজুরুল আলম রিয়াদ, কাজী জিয়া উদ্দিন বাসেত, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।