রাজধানীর সচিবালয়ের ২ নম্বর গেটে আটকা পড়া আনসার সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে সেনাবাহিনীর পাহারায় থাকা তিন শতাধিক আনসার সদস্যকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়।
রাত ৯টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক রাখার খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে রওনা হন।
এসময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এবং কয়েকজনকে লাঠিপেটা করে। শিক্ষার্থীরা প্রতিউত্তরে ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরা পিছু হটে যায়।
ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যেই সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সেনাবাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি এবং পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের আটক হওয়ার বিষয়টি জানান। এই খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে শুরু করে এবং রাত ৯টায় সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে।