নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের টেঁটাযুদ্ধে সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন বাঘাইকান্দি গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫০), সায়দাবাদ গ্রামের শাহীন মিয়ার ছেলে এবং সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র জুনায়েদ মিয়া (১৬), একই এলাকার আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০) এবং ইসমাইল বেপারীর ছেলে আমির হোসেন (৭০)।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষটি শ্রীনগর সায়েদাবাদ গ্রামের ‘আলীর বাড়ী’ ও ‘বালিচরবাড়ী’ নামক দুটি গ্রুপের মধ্যে হয়।
আলীর বাড়ীর নেতৃত্বে আছেন আব্দুল হালিম মাস্টার, এবং বালিচর বাড়ীর নেতৃত্বে আছেন সাহেব আলী। গত ৬ মাস ধরে এ দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা স্থানীয়ভাবে মীমাংসা হয়েছিল। তবে বুধবার আবারও সংঘর্ষের সূত্রপাত হয়।
ওসি সাফায়েত হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা সেনাবাহিনীর অপেক্ষায় আছেন এবং সেনাবাহিনী আসার পর তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাবেন।