নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানায় ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং কারখানায় লুটপাট চালিয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার রাত ৯টার দিকে রূপগঞ্জের তারাবো রুপসি এলাকায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন এই কারখানায় আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে, তবে সোমবার সকাল ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফকরউদ্দিন।
কারখানায় প্রচুর প্লাস্টিক জাতীয় কাঁচামাল ও দাহ্য বস্তু থাকার কারণে আগুন নেভাতে সমস্যা হচ্ছে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন।
রোববার ভোররাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। তার গ্রেপ্তারের খবর পেয়ে বিকালে একটি দল গাজীর টায়ার প্রস্তুতকারী কারখানায় হামলা চালায় এবং লুটপাট শুরু করে।
এর আগে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে গাজীর রূপসী ও কর্ণগোপের দুটি কারখানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম অভিযোগ করেছেন যে, হামলাকারীরা লুটপাটের পর রাত ৯টার দিকে কারখানার একাধিক ভবনে আগুন লাগিয়ে দেয়। পুলিশে ফোন দিয়েও সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন সাইফুল।
সাইফুল জানান, “লুটপাটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ফোন দেওয়া হলে সেনাবাহিনীর একটি টিম গেটের সামনে এসেছিল, তবে ১০ মিনিটের বেশি তারা দাঁড়াননি। পরে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী আসে।”
এছাড়া, হামলার সময় ছয়তলা একটি ভবনের নিচে আগুন দেওয়া হলে লুটপাটকারীদের কয়েকজন ভবনটির ওপরে ছিলেন এবং এখন কয়েকজন দাবি করছেন তাদের স্বজনরা ভবনে আটকা পড়েছেন।