রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নিয়ে যাওয়া হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাতে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, সচিবালয়ে অবরুদ্ধ থাকার কারণে হাসনাত অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে জরুরি বিভাগের ওসেকে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার বড় ধরনের কোনো সমস্যা হয়নি।
রাত ৯টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক রাখার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এবং কিছু শিক্ষার্থীকে লাঠিপেটা করে। পাল্টা প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়ে আনসার সদস্যদের পিছু হটতে বাধ্য করে।
প্রথমদিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং পুলিশ সাউন্ড গ্রেনেড ছোঁড়ে।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম তাদের ফেসবুক পোস্টে আটক থাকার খবর জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে এবং পরে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করে।