গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তানিম সরকার (২০) এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তানিম সরকার চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদী গ্রামের কবির হোসেন নিলুর ছেলে এবং গাজীপুর কাজী আজিম উদ্দিন কলেজে এইচএসসি পর্যায়ের ছাত্র ছিলেন।
জানা গেছে, তিনি ও তার সহকর্মীরা ঢাকায় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচিতে যোগদানের জন্য মোটরসাইকেলযোগে ভাকোয়াদী গ্রামের বাড়ি থেকে বের হন। পথে জলপাই তলা ওকালতি মার্কেটের সামনে একটি দুর্ঘটনায় পড়েন।
স্থানীয় একটি কভার্ডভ্যান বিপরীত দিক থেকে এসে তানিমকে চাপা দেয়। দুর্ঘটনার পর সহকর্মীরা তানিমকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।