ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার ফলে বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, ও মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন নদ-নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন। সোমবার (২৬ আগস্ট) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আশঙ্কার কথা প্রকাশ করেন।
এম আনোয়ার হোসেন বলেন, ফারাক্কার গেট খুলে দেওয়ার ঘটনা বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারে। এর ফলে উল্লেখিত জেলাগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফারাক্কা বাঁধ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার কারণে পানির চাপ বৃদ্ধি পেয়েছে, যা বাঁধের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। বাঁধের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে জানান, ১০৯টি গেট খুলে দিতে বাধ্য হওয়া হয়েছে। বর্তমানে ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক এবং ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে।
এদিকে ভারি বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলের ফলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ১১টি জেলায় আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে, যা ইতোমধ্যে ২৩ জনের প্রাণহানি ঘটিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই বন্যায় ৫৭ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের মোট ৭৪টি উপজেলার প্রায় ১২ লাখ ৩৮ হাজার ৪৮টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।