ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার ফলে ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে, যার ফলে পদ্মা নদীতে দ্রুত পানির উচ্চতা বাড়ছে। সোমবার (২৬ আগস্ট) গেটগুলো খোলার পর একদিনে ১১ লাখ কিউসেক পানি বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে।
ফারাক্কা বাঁধের গেট খোলার পর থেকেই পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা বেড়ে ১৮ দশমিক ০৫ মিটারে পৌঁছেছে। এর আগে, সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ মিটার, যা বিপৎসীমার ১ দশমিক ৭৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগ জানিয়েছে, রোববার দুপুরের পর থেকেই পদ্মা নদীর পানি বাড়তে শুরু করেছে, এবং এই প্রবণতা এখনও অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাংখা পয়েন্টে সোমবার বিকেল ৩টায় পানির উচ্চতা ছিল ২০ দশমিক ৫০ মিটার, যা বিপৎসীমার নিচে রয়েছে।
রাজশাহী নগরীর শহর রক্ষাবাঁধ সংলগ্ন বড়কুঠি পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা ১৬ দশমিক ৩০ মিটার মাপে পাওয়া গেছে। রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় পদ্মার পানির উচ্চতা ১৫ দশমিক শূন্য ৬ মিটারে পৌঁছেছে, যা বিপৎসীমার নিচে রয়েছে।
উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম জানান, আগামী ১০ দিনের মধ্যে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা নেই। তবে উজানের ঢল অব্যাহত থাকলে পদ্মার পানির অবস্থার পরিবর্তন হতে পারে।