ডিজিটাল মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত মামলাটি খারিজের আদেশ দেন। মামলাটি মো. সোহাগ মল্লিক নামের এক ব্যক্তি দায়ের করেন।
আবেদনে উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ছিল, যা আসামি পলকের নির্দেশে করা হয়েছে বলে অভিযোগ করা হয়। তবে, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার উপাদান না থাকায় তা খারিজের সিদ্ধান্ত নেন।
বাদী মামলায় দাবি করেন যে, পলক ইন্টারনেট বন্ধের কারণ হিসেবে ডাটা সেন্টারে অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন। তদন্তে দেখা গেছে, ইন্টারনেট বন্ধের সঙ্গে ডাটা সেন্টারের অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক নেই।
আদালত এই মামলাটি খারিজ করে দিয়ে বলেন, ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি।