চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদীরা বিদ্রোহ করেছে।
শুক্রবার (৯ আগস্ট) দুপুর পৌনে ২টা থেকে সংঘটিত এই বিদ্রোহের সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা রাবার বুলেট ও ফাঁকা গুলি ব্যবহার করেন।
এতে কয়েকজন কয়েদি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে আহত কয়েদিদের সংখ্যা ও পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। কারাগারের ভেতরে বর্তমানে সেনাবাহিনীও অবস্থান করছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের গেইটে দায়িত্বে থাকা আক্তার জানান, নামাজের পর হঠাৎ করে কয়েদিরা একাধিক ভবনে বিদ্রোহ শুরু করে। এই অবস্থায় আমাদের পক্ষ থেকে ফাঁকা গুলি করা হয়েছে।
আহত কয়েদিদের সংখ্যা এখনও সঠিকভাবে জানানো সম্ভব হয়নি, এবং কারারক্ষীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নামাজের পর কারাগারের ভেতর থেকে বিকট আওয়াজ ও গোলাগুলির শব্দ ভেসে আসে। এতে লালদীঘির চারপাশের রাস্তা-ঘাটে যান চলাচল বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম জেল সুপার মঞ্জুর হোসেন বলেছেন, “জুমার নামাজের পর কিছু কয়েদি বিদ্রোহ করে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারাগারে পাগলা ঘণ্টা বাজানো হয় এবং ফাঁকা গুলি করা হয়। সেনাবাহিনী কারাগারে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”