বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স কিশোরগঞ্জে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পথসভায় ছাত্র-গণআন্দোলনের বিজয় নস্যাৎ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। রোববার (২৫ আগস্ট) তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের আকাঙ্ক্ষা ও চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রিন্স ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম শহীদ ছাত্রনেতাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমবেদনা জানান এবং বলেন, সাম্প্রতিক ছাত্র-গণবিপ্লবসহ বিগত ১৫ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। তিনি আরো বলেন, নির্বাচন ও প্রশাসন সংস্কার করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর জরুরি।
সভায় প্রিন্স উল্লেখ করেন, আওয়ামী লীগের দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসকে তাদের রাজনৈতিক সংস্কৃতি হিসেবে বর্ণনা করেন এবং বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করলে তাদেরকে বহিষ্কার করে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।
শরীফুল আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার ও ফ্যসিবাদমুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে।
এই সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ সোহেল, হাজী ইসরাইল মিয়া, খসরুজ্জামান শরীফ, আবদুল্লাহ আল মাসুদ সুমন, শহীদুল্লাহ কায়সার, ও মারুফ মিয়া।