বরিশালের পলাশপুর এলাকায় বিক্ষুব্ধ জনতার মাধ্যমে লুট হওয়া ৬ লাখ ৯২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেনাবাহিনীর সহায়তায় এলাকাবাসী উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
শুক্রবার (৯ আগস্ট) রাতে নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা ও ফল ব্যবসায়ী জামাল খানের বাসা থেকে টাকাগুলো উদ্ধার করা হয় এবং থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব টাকা বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসা থেকে লুট করা হয়েছিল।
স্থানীয় সূত্র মতে, গত ৫ আগস্ট সরকার পতনের পর সাদিক আবদুল্লাহর বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ওই সময় জামাল একটি স্কুল ব্যাগ নিয়ে বাসায় গিয়েছিলেন এবং পরে তাকে অনেক টাকা গুনতে দেখা যায়। এলাকাবাসী ঘটনাটি জানতে পেরে তার বাসায় তল্লাশি চালিয়ে টাকাগুলো উদ্ধার করে। জামাল এরপর থেকে আত্মগোপন করেছেন।
কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, এলাকাবাসী উদ্ধার করা ৬ লাখ ৯২ হাজার টাকা থানায় জমা দিয়েছেন।
জামালের বাবা কাইউম খানও থানায় এসে এ ঘটনার ব্যাপারে সহযোগিতা করেছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।