সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কড়া বার্তা দিয়েছেন।
সোমবার (২৬ আগস্ট) ভোর রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, “আন্দোলনের নামে বন্যার্তদের ত্রাণ আটকে এবং সচিবালয় ও যমুনা ঘেরাও করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।”
পোস্টে তিনি জানান, সম্প্রতি সংঘর্ষের ঘটনায় ৫০ এর অধিক ছাত্র আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জন গুরুতর। সাংবাদিক আসিফ হিমাদ্রিকেও দুষ্কৃতকারীরা আক্রমণ করেছে। সংঘর্ষের পর আনসার আন্দোলনের সমন্বয়কারীরা বাধ্যতামূলক ছুটি বাতিলের দাবিতে আলোচনায় বসেন এবং আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন। তবে, কিছু অংশ এখনও সচিবালয়ের গেট অবরুদ্ধ করে রেখেছে।
আসিফ মাহমুদ বলেন, “জাতীয় স্বার্থে আন্দোলন করতে গিয়ে আমাদের সহস্রাধিক শহীদ হয়েছেন। স্বাধীনতার জন্য জীবন ও রক্ত দিয়ে অর্জিত এ দেশকে বিশৃঙ্খলার সুযোগ না দিয়ে, আন্দোলনকে যৌক্তিক ও নিয়মতান্ত্রিক রাখার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও জানান, আন্দোলনের ভেতরে কিছু উসকানিদাতা রয়েছে এবং আন্দোলনের জন্য স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করতে গিয়ে আটকা পড়েন কিছু নেতৃবৃন্দ।