রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টার পর সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২৫ আগস্ট) আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন সেনা সদস্যরা সচিবালয়ের নিরাপত্তা জোরদার করে। ওই দিন আনুমানিক ১০ হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ৭ উপদেষ্টাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে।
আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে মহাপরিচালক, আনসার ও ভিডিপি সচিবালয়ে উপস্থিত হন এবং তাদের দাবিগুলি মেনে নেন। এরপরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং সচিবালয়ের ৩ নম্বর গেট ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করে।
এই পরিস্থিতিতে আনসারদের হামলায় ৬ সেনা সদস্য আহত হয়, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। সেনাবাহিনী উত্তেজিত আনসার সদস্যদের নিয়ন্ত্রণে আনতে আকাশে ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরবর্তীতে অতিরিক্ত সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
সেনাবাহিনী সচিবালয়ের সকল কর্মকর্তা এবং জিম্মি উপদেষ্টাদের নিরাপদে বের করে আনে। কিছু আনসার সদস্যকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।