বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন যে, চলমান বিশৃঙ্খল পরিস্থিতির সঙ্গে অঙ্গীভূত আনসার সদস্যদের কোনো সম্পর্ক নেই। তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। রোববার (২৫ আগস্ট) রাতে গণমাধ্যমের কাছে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
রোববার রাতে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে, এতে অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহও রয়েছেন, যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন শত শত আনসার সদস্য, যারা দুপুর ১২টা থেকে সচিবালয়কে অবরুদ্ধ করে রাখেন। ফলে বিকেল ৫টায় অফিস ছুটি হলেও রাত সাড়ে ১০টার আগে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বের হতে পারেননি। সচিবালয়ের ভেতরে কিছু সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আটকে রেখেছে—এমন খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান, ফলে সংঘর্ষের সৃষ্টি হয়।
আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের মধ্যে অনেকেই আহত হন, পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
আনসার সদস্যরা দৈনিক ভাতার ভিত্তিতে কাজ করতে রাজি নন এবং চাকরি জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলনে ছিলেন। পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।