---Advertisement---

যে কারণে চাকরি হারালেন ৯৬ আনসার

By Ismail

Published On:

Follow Us
---Advertisement---

আন্দোলন চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি ও বেআইনি সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে কুমিল্লা থেকে ৯৬ জন আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঢাকায় সচিবালয় ঘেরাওয়ের চেষ্টারও অভিযোগ আনা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট রাশেদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বরখাস্তকৃতদের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকারী ২২ জন আনসার সদস্যও রয়েছেন।

কমান্ড্যান্ট রাশেদুজ্জামান বলেন, “আনসার একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী। আমরা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকি। সেই কাজ বাদ দিয়ে রাস্তায় স্লোগান দেওয়া আমাদের সঙ্গে মানায় না। যারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছিল, তারা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত; মূল আনসার সদস্য নয়। তাদের এই কর্মকাণ্ডকে বিদ্রোহ হিসেবে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, “আন্দোলনকারী আনসার সদস্যরা তাদের দাবি আমাদের কাছে জানিয়েছিল, এবং আমরা সেই দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তারপরও কিছু সদস্য অতি উৎসাহী হয়ে বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।”

রাশেদুজ্জামান উল্লেখ করেন যে, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং বরখাস্তকৃত সদস্যের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, “অনেকে তখন ছুটিতে ছিলেন; ছুটিতে থাকা সদস্যরাও এই কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারেন। আমরা নিশ্চিত করতে চাই যেন কোনো নিরপরাধ ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয়, তাই তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রসঙ্গত, সম্প্রতি কিছু আনসার সদস্য তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে অংশ নেন এবং ঢাকায় সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করেন। এই ঘটনায় বাহিনীর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

MD. Ismail is the founder and editor of Taza Bangla, a platform dedicated to delivering fast, accurate, and unbiased news for Bengali readers. With a passion for storytelling, he is committed to keeping the audience informed with the stories that matter most.

Leave a Comment